চারদিকে ঘন আধার-
টিপটিপ পড়ছে বৃষ্টি,
চাঁদের আজ নেই ঠাই-
এখনই কাব্যরূপ সৃষ্টি।
সপ্ন গুলি ধরার বাইরে-
আপন কেউ আজ নয়,
জীবনে দিলাম যারে-
সেও আমার পর হয়।
কিছু ভাবি একা একা-
চুপচাপ শান্তিতে শহর,
নেই কোন কোলাহল-
গুনছি প্রভাতের প্রহর।
এমন যদি দিবস হতো-
সবার তরেই সবাই,
থাকতো না কোন দন্দ-
সব থাকতো এক হই।
আসলে কি লিখব-
তাই পাচ্ছিনা খুঁজে,
মানুষ কেমন করে যে-
নিজের বুঝটাই বুঝে।
একি শুভ প্রভাত-
কখন কাটল রাত,
নিজ দেশে পরবাসী-
তাই পেতে হবে আঘাত।।