চলছি পথ অবিরত একা একাকীত্ব নিয়ে পাশে,
কিছু পাবার আশা ছিলো  স্বপ্নে হারালো শেষে।
কুল নিয়ে ভাবে ছিলাম হাজারবার কি যে হবে,
আপন ছায়ায় হারিয়েছি আলোর দেখা ভবে।
দিবস গত হচ্ছে সময়ের স্রোত আর থেমে নেই,
এই আমি সেই আছি বদলায়নি রূপ বিন্দুতেই।
আর কত দিন এমনি চলবে অজানা পথ পথিক,
থামা কি হবে কোন কালে হঠাৎ কি আকস্মিক।
কে জানে কি আছে কপালে কি হবে একটু দুর,
শুন্য মনেজাগা নানা কথা এই আপন এই পর।
কেউ কি এসে বলবে না আর নয় হতাসার পথ,
চল পথিক অন্যায়কর্ম ভুলে মনে রেখবি সৎ।
হবেনা বুঝি এমন আর কোন দিন হয়ত জীবনে,
নিজকে নিজে চিনতে পারবে দেখবে সামনে।
আর কত দিনে ভোলা মনরে মন আর কত দিনে,
পাবো আমার রতনের সঙ্গ  জীবন্ত নাহয় মরনে।