চোখে নেইতো ঘুম
চলছি পথ একা
ফেলে এসেছি সাথী
রাস্তাঘাট ফাকা

বান্ধবী ভুলে দিলাম
স্মৃতিপট হারালো
ঠাকানা মুছে নিলাম
নিঃশেষ জড়ালো

কি যে হলো আমার
কিছু বুঝিনা আজ
কেন হলাম ভবঘুরে
পাইনা ভেবে রাজ

বেসুরা সংগীত গাইছি
নিজের লেখা কিছু
গুরু ভেবে ছুটে চলছি
আপন ছায়ার পিছু

ব্যথায় শুধু হেসে মরছি
সুঃখ নেই তালিকায়
দিন রাত নেই বুঝি আর
পাগল মনে ভাবনায়

মনের কিযে আশা বুকে
কাকে খুঁজেছে রাত
কাছের চিনেনি আধারে
কেঁদেছে ব্যর্থ প্রভাত

জীবন কয় সব ভুলে দাও
না বুঝে লাভ ক্ষতি
মিছে দুনিয়া মায়ায় পড়ে
মন করবেটা বা কি