জীবনের একটি পারে এসে আজ থমকে দাড়িয়ে গেছি
কেনযে কিছু না পাওয়া কষ্ট বুকে বিধেছে অজানায়
না বুঝার বাকি অংশ হয়েছে অদৃশ্য ছেড়া ডাইরি থেকে
বাকি আছে কিছু স্মৃতি যা দেখেছি হারাবার বেলায়
এটা কেন হল কি কারণ ছিল তা ভাবি বসে একেলাতে
সঙ্গী বিহীন জীবনপথ কাটাবে কি আর কভু আশায়
বাস্তব খুব কঠিন নির্জনে নিরালা অনুভব করেছি বহুবার
শুধু পাইনি কিছু প্রশ্নের উওর যা করেছি ভুল ধরায়
আমি হেটেছি সেই অতীতের পথ ধরে খুজে দিশাহারা
আপন ঢুরে যারা ছিল আজও তারা কি আছে বাধা
হয়তো না চিরকাল কেউ আপন থাকেনা ন্বার্থ বিহনে
এটাই কি জীবনের রূপ নাকি আমার ভুলের ধাঁধাঁ
কি হয়েছে আমার কেন নিজেকে নিঃস্ব ভাবে এত কাদি
যা হারানোর ব্যথা বুকে পুষি তাকি আমার ছিল?
হয়তো কপালে বিধির লিখন ছিলো না তা মেনে নিলাম
চলে যাবার পথে দাড়িয়ে বৃথায় অশ্র“ ঝড়েছিল
জীবনে কিছু পাওয়ার পূর্বেই হারালে মনে ঘোষনা থাকে
কেন তা পেলাম না আমার কি দুষ কি ভুল ছিল?
বুক ফেটে যায় মনে হলে বাচার মানেটা পায় না খুজে
আর যদি কেউ পেয়ে হারায় তার কি হয় বলো?
আমরা কি পেলাম আর কি হারালাম নিয়ে ছুটে মরি
কি আমার ছিলো তা দেখিনি চেয়ে কোনদিন
যোগ্যতা কতটুকু আমার তাও খুজেনি তাইতো আজ
জীবনের সেই অংকের ফলাফল হল বিলিন