ও সাথীরে তুমি কি চলে যাবে?
আমার জীবনে আশার আলো জ্বেলে
কিছু মিষ্টি স্বপ্ন দেখিতে আড়ালে
বলনা কই লুকাবে একা করে
তুমি আছো তাই আমি আছি
তোমার মাঝেই আমি বাচি
তোমার সুঃখে আমি হাসি
কাদি তখন যখন তুমি দুঃখী
তাইলে আমার প্রতি কি তোমার
কোন মায়া নেই?
নেই কোন অনুভূতি?
কেন এতোটা পাষাণী তুমি?
এমন করো কেন তুমি?
এত প্রশ্ন এত বিনিয় কার তরে?
তুমি কি বুঝো না?
জানি আজ আমার চাইতেও আধুনিক
অনেক সুন্দর প্রভাবশালী পেতে পারো
একটু ভাবো এতেই কি তুমি সুঃখী?
যদি সুন্দর মন না পাও খুঁজে
না পাও কোন কালের ঠাই
কেন তুমি এমন?
তুমি ভালো থেকো এটাই চাই
আমার কাছে যে তা নেই হয়তো
কেউ যেতে চাইলে তাকে তো
ধরে রাখা যায় না
আমাকে ছেড়ে যদি তুমি সুঃখ পাও
যেতে পারো আমি থামাবো না
শুধই বলবো ফিরে যদি আসো কভু
এসো আমি অপেক্ষারত থাকব
সেই পুরনো ঠিকানায় দাড়িয়ে
আজ আর নয় পিছু ডাকা
চলে যাও এখনি কাটছে সময়
আশায় একটি বাতি জ্বেলে বলছি
বন্ধু বিধাতার কাছে আমানত তুমি
ভয় নেই ভয় নেই আমার কষ্ট নেই
আমি কাঁদছি না শুধু ভেবে যাচ্ছি
কিভাবে দিবো তোমায়?
বন্ধু এই সময় পাথর হয়ে
বিদায় বন্ধু বিদায়।।।।