মুর্শিদের নামে আছে মধু-
বুঝবে কি তা হিনে সাধু,
এস্কের পেয়ালা তবে পায়-
যদি রয় মুর্শিদ ভজনায়।
মুর্শিদ পারের তরি দুকুলে-
বৈঠা হবে তোমার সাধন,
পাল হয়ে ধরবে তব হাল-
কর্ম যা করলে খুব যতন.
কি আছে মুর্শিদের চরনে-
দেখো সপে জীবন নাও,
নয়তো করো বদনাম শত-
আপন পুণ্যের দিকে চাও।
মুর্শিদের নামের কত শান-
লিখে বলা যায় কি মান,
যা বলি তাও ভান্ডারী গান-
বলো বলো পাগল পাগল_
শাহজাদা রায়হান।