তব স্মৃতিকথা নাড়া দেয় মনে
দাঁড়িয়ে মুখামুখি কথা বলা
চোখে চোখে কিছু খোজা
অপলক দৃষ্টিপাত এক ভুবনে
সামান্য ব্যথা বিন্দুমাত্র সুঃখী
অসাধারন মুহূর্ত অভিমান্য
নেই কোন চাওয়া কি কাম্য
দুজনের মাঝে সিন্ধুতে বাকি
কত কথা কত আশা স্বপ্নরূপ
কেন আজ হারালো বলো
কেন এমন সোনালী বেলা
আসবে না ফিরে যে অপরূপ
কি ভুল ছিলো ভালোবাসাতে
কেন এভাবে দুরে চলে যাও
পারবে কি থাকতে অন্য গাঁও
এ গগনে চাঁদ আধারে ভুবাতে
আমি যে শুধুই তোমার পাগল
কেমন করে ভুলবো তোমায়
তুমি আমার সব পাওয়া জান
একবার এসে মুছো নয়নজল
তুমি ছাড়া এ জীবনপথ একাকী
কেন এত রেগে আছো প্রিয়া
কেন এতটা পর করে দিচ্ছো
ফিরে এসবে এই বন্ধনায় থাকি
আসো নাগো প্রিয়া ফিরিয়ে দাও
আমার হারানো অতীত প্রেম
ভালোবাসার চাওয়া পাওয়া
কেন মন দুয়ারে কষ্টজল ছিটাও