স্বাধীনতা কি জানা হলো না আজও!
→কি তার পরিচয়?
→অস্তিত্ব কেমন হয়?
কত প্রশ্ন মনে জাগে উত্তর শুধু খুঁজো!
যে দেশের মাটিতে দেশীর বসবাস,
→সেই মাটি যে আমারও -
→অস্বীকার করতে পারো?
তোমার মাথার উপর আমার আকাশ।
যে মেঘ বৃষ্টি হয়ে বর্ষিত ধরণীর বুকে,
→তা অশ্রু আমার-
→জলে একাকার-
তব নদির পাড় আমার ঢেউয়ের স্রোতে।
যেই সুরে আজ গাইছো প্রানের গান,
→মন উজার করে-
→প্রিয়জনের তরে-
সেই সুরে অধিকার আছে তাও সমান।
যেই শ্বাস নিয়ে বাচো প্রকৃতিস্থ থেকে,
→জীবনের পথ চলো-
→তা কি নিজের বলো?
তাইলে কিসের বড়াই অহংকার চোখে।
আমি মানছি তুমি বয়সে বড় অনেকটা,
→মানেও হয়তো-
→গুনে যে নয়তো-
কর্ম তোমার যা হোক ধর্ম কি বলে এটা।
আজ তোমার কোটি টাকা আমি খালি,
→বিবেক কিরে আছে?
→বিক্রিত অর্থের কাছে!
আসবে যে আমার শক্তি কলমের কালি।
স্বাধীনতা আমার অধিকার আমার হক,
→জিম্মি নই সুধী-
→মৃত্যু আসে যদি-
শইবো না কারো অন্যায় বাধা হয়ে দেখ।।