আমার প্রিয় মন গহীনে করছিস বসত-
আপন আলোয় করেছিস উজ্জ্বল ভব,
করেছিস পাষাণহৃদয় প্রেমের বাগিছা-
দিয়েছিস বাচার কিছু আশা খুঁজে সব।
প্রিয়সী আমি কি আর জানতাম বন্ধনা-
হাত হাতে রেখে স্বপ্ন দেখার স্বাদ কিছু,
ভাবতাম কিরে নিজ গগনে চাঁদ উঠবে-
সুঃখ তার কামনা নিয়ে ছুটবে যে পিছু।
প্রিয়া ওরে সুজন আমি যে তুরই হলাম-
এজীবন পরজীবন লিখলাম তুর তরে,
আমি হারিয়ে গেলাম অজানায় আজ-
প্রেমের কোন এক ঠিকানা দুর বহুদুরে।
তুরে আমার রবের দিব্বি রইলো প্রিয়া-
রইলো প্রেমের জরজর বেদনার দিব্বি,
আসুক যত ঝড় তুফান ছেড়ে যাবি না-
ভুলে যাবি না আমায় পাশেপাশে রবি।
আমি চাইনা সাত রাজার ধন মণি হার-
তুই বন্ধু তার চাইতে কোটি দামি রতন,
তুর বুঁকে বেচে থাকতে চাই জীবন ভর-
এক জীবনে চাইনা বিচ্ছেদ এর মিলন।
অজস্র দুঃখের মাঝে একফোঁটা সুঃখ-
ভয়ে সাহস হবি বন্ধু পিপাসাতে জল,
একসাথে বাচবো একই দেশে চলবো-
একের চোখে ঝড়বে নারে কভু অনল।
আমার মনের রাজ্যে তুই হবি মহারানী-
তুর প্রজা হয়ে দেখবো সারা কাল ধরে,
তুর মুখে থাকবে সদা মিষ্ট হাসির মেলা-
অসাধারণ হবে প্রেমকাহিনী এসংসারে।
বিন্দুমাত্র ভুল নেই আমার ভালোবাসা-
তুরে কতটা যতন করে রেখেছি পরাণে,
যদি একবার শুধু একবার বুঝতিস সই,
আর কিছু চাইনা বিধির তরে তুই বিহনে।