~~~বাঙ্গালী বদলাও~~~
।।।।।আ ল রা য় হা ন।।।।।


কে বলে আমি কালের পাখি-
আমি যে তারও অধিক উপর,
যত নিচু এই পৃথিবীর দরিয়া-
তত উঁচু আমার কলমের সুর।

ক্ষান্ত নই আজ কেন চুপচাপ-
হয়তো ভাবি কালের নিষ্ঠুরতা,
কেড়েছে অসহায়ের অন্নজল-
মারছে মরা জিন্দার সফলতা।

দৈনিক কাগজের পাতা খুলে-
অবাক করা চোখে বর্ষা ঝড়ে,
এটা কি সেই দেশ যার জন্যে-
লক্ষ শহীদ মিশে গেছে কবরে।

কৃষকের গোলার ধান বিলুপ্তি-
আদমবেপারী খেলছে শোষক,
নষ্ট হচ্ছে কাঁচামালের শুদ্ধধন-
হারালো সব সত্যের আহবায়ক।

পথের শিশুদের কান্না অনর্থকর-
মূল্যহীন বিধবার সাদা কাপড়,
এতিমের সম্বল কি এমন হবে-
আসবে কবে বার্তায় নব খবর।

এমন শতশতবার হচ্ছে দুর্নীতি-
সইবার ক্ষমতা সকলের আছে,
নয়তো কেন অন্যায় অত্যাচার-
আমাদের স্বাধীনতা কি মিছে?

না আমি আর পারছি না কেন-
কেন আমার ভেতর ভয় নেই,
আমাকে লড়তে হবে অন্ততে-
তার আগে মরন আসে না যেন।

আমি বীর নই তবে নই দুর্বল-
হারতে শিখিনি তাই এগিয়েছি,
সাথে নেই সাথেরর কেহ আজ-
নিজকেই সাথী ভেবে নিয়েছি।

হে বাঙ্গালী বদলাও নিজেকে-
রুখে দাড়াও আপন শক্তিতে,
আদায় করে নাও অধিকার-
শান্তি গড়ো বাংলার গলিতে।

একজন এগিয়ে দেখো ভাই-
দেখাদেখি হবে হাজার শত,
সকলের বিবেক বলে দিবেই-
বাংলার বাঙ্গালী চির অক্ষত।