সেই কবে থেকে বসে আছো
তুমি আমার মনের গহীন ঘরে,
গোপনে হৃদয় জুড়ে, বসন্তের ফুল বনে
কখনো কখনো মিশে থাকো ক্লান্তির প্রহরে সুখের চাদরে।-

তোমাকে ভেবেছি বারে বারে
গভীর রাতে জোনাকির ভীড়ে
আরো পেতে চাই ঢের নীড়ে  
ইচ্ছে করে, একি ছাদে বসে থাকি তুমি আমি ঘেঁষাঘেঁষি করে বাহুডোরে।-

নীরবতা ভেঙে, আলতো ছুঁয়ে ভেঙে দিবো তোমার বহুবছরের লাজ
বুক ফেটে, মুখ ফুটে বলবো বড্ড ভালোবাসি তোমায় আমি বহুকাল,
চিতকার দিয়ে বলতে চাই ভালোবাসি ভালোবাসি এই কথাটি শত বার
তখন চাঁদের আলো তোমার মিষ্টি মুখ হয়ে যাবে লাল।-