নিজেকে সামলাতে অনর্গল
জাগ্রত মনে লেগে থাকে সমর,
যদিও বেঁচে আছি মরে গিয়ে
পাথরের তীরে বেড়েছে স্মৃতিচারণ।-
খোয়াব হয়েছে আমার পূরণ
অগ্নিশিখা তার ধরণ!
মরুভূমি পাহাড়ে ফুটেছিলো একটি ফুল
উহার নাম রেখিছি অনিঃশেষ ভুল।-
নীল সমুদ্রে ছিলো আমার একটা ভেলা
তাঁহার সাথে হইতো প্রেমের মেলা,
যার ছিলোনা ডানা সে ছিলেন আমার পাখি
তবুও সে আমায় দিয়েছেন ঢের ফাঁকি।-
আমার আকাশে ছিলো জ্যোৎস্না
সেখানে এখন থাকে যাতনা,
আমার অন্তর জমিনে ছিলো ফুল বাগান
সে-ই বাগান পুড়ে চিতার দহন।-