বেলা শুধু যায় চলে
ব্যর্থ পরিহাস করে!!
প্রতিদিনের উল্লেখযোগ্য স্বপ্ন যায় ভেঙে
এভাবে থাকিলে ব্যর্থতার অত্যাচারে যাবো একদিন ঠিকি মরে!!
বুঝবে না তুমি কিছুতে বুঝবে না
সময়ের কয় পয়সা দাম!!
আজকাল মানুষ শুধু টাকা পয়সার যুদ্ধে হেরে যায়
পয়সা থাকিলে সকল যুদ্ধ হার মেনে দূরে চলে যায়!!
সুখ দুঃখের শেষ পরিণাম,
সকলে যুদ্ধের সিঁড়ি বেয়ে সফল রাস্তায় পৌঁছায়
তবে যথা সময়, যথা নিয়মে নয়
ভিন্ন রূপে, ভিন্ন সময়, ভিন্ন রাস্তায় অবস্থান করে, যখন সফল হওয়ার পরেও শূন্যতা কাঁদায় তখনি মানুষ যোগ্য স্থানে দাঁড়ায়!!