জীবন চলার পথে
মরেছি বার বার।।

কি আছে এই জীবনে
মৃত্যুর মত এতো সুপ্ত সাধ।।