আমার বুকে আঁচড়
শুধু তোমার দেয়া ক্ষত,
কত ব্যথা লুকিয়ে রেখেছি বুকে
আমি শুধু এখন বলতে চাই এই মনের ক্ষত।।

সুখ দুঃখ হাসি কান্নায়
কষ্ট যতো রাখছি বুকে,
এই দুনিয়াটা মিছে
হে নারী তুমি থাকো সুখে।।

এইসব চোখের পাতায়
মিছে মায়া নারীর সৌন্দর্য,
দুই দিনের দুনিয়ায়
প্রেম প্রীতি আরো বেশি আশ্চর্য।।