তোমার অপেক্ষায় কাটে আমার সারাবেলা
চোখের কোণে পড়ে আছে শূণ্যতার ছায়া,
এ এক অসহ্য মৃত্যুর জ্বালা, প্রতিনিয়ত হয় এমন খেলা
বেলা শেষে রাতভর জেগে থাকি তোমার মায়া!!

তোমার জন্য কাপছে আমার অন্তিম হৃদয়
যে পথ ঘিরে তোমার অপেক্ষায় শূণ্য খাঁচায়
পথ ঘাট সব ডুবে আছে অশ্রু ফোঁটায়
বেঁচে আছি শুধু অপেক্ষার পাহারায়!!

আমার বুক আকাশে ভারি মেঘের বর্ষায়
আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আবার ফিরে আয়
আজ বড্ড ক্লান্ত আমার ক্ষত হৃদয়
বার বার মৃত্যুর চেয়ে একবার যেনো মৃত্যু আমার হয়!!

জলের সিড়ি বেয়ে যাবো আর কত দূর
আমার প্রাণ যে রাত্রি আঁধার
দিনের আলোতে ও ঘুটঘুটে অন্ধকার
জীবনে এখন বাকি শুধু মরণ আমার!!