এই সেই দেশ যার বুকে
আমিও আমার স্মৃতি রেখে যাই,
এই সেই পথ কত চেনা
মেঘ আর চাঁদে আলো ছায়া!!
অন্তহীন অজানা পথ
সাদাকালো মেঘ দিয়ে ঘেরা,
অজানা পথে পা বাড়িয়ে
দিতে চাই পাড়ি অচেনা কোনো দেশে!!
সময় বদলে দিলো আমায়
যে হাতে হাত ধরে ছিলো অসময়,
দুঃখের সময় কারো হাতের দেখা নাই
এই সেই পথ, এই সেই সময়!!
আর কত সময়ের অবহেলা
আমি নিঃসঙ্গ একলা জ্বালায় পুড়ি সারাবেলা
হারিয়ে যাওয়ার ঢ়ের অভিযান
তার অনুরাগে রাঙা তুলির ছোঁয়া হৃদয় খেলে খেলা!!
পৃথিবীর এখন ঢ়ের খারাপ সময়
স্মৃতির পাতায় অতীত ঘেঁটে দেখা,
কিছু পথ একসাথে চলা, স্বপ্নের মতো
দিন শেষে আমি একাই একা!!
জানি কিছুই থাকবে না চিরকাল
একদিন দেখবে তোমার সম্মুখে চলার পথ নাই,
সেদিন না পারবে সেখান থেকে পিছু ফিরতে
সময় ও পথ দুটো ফুরিয়ে যাবে, একমাত্র মৃত্যু আপন আমার!!
প্রথম দেখায় যে প্রেমে পড়ে গিয়েছিলাম
মনে হয় আজও আবার সেই প্রেমে পড়েছি
তোমায় আমি পূজা করবো সারাজীবন
তবে আমি কিন্তু তোমায় বলছি না আমায় ভালবাসতে!!