তা সে যতই বিষাদাচ্ছন্ন হোক
সে যে ডানা মেলে উড়ে পাখির মতো
তার হাসিটা যে হাসে রাঙা ঠোঁটে চাঁদের মতো
কালো অঙ্গে কি প্রেম নেই?
উড়ো মেয়ের পাগল সব পুরুষ হয়
বার বার ঘুরে ফিরে কালো মেয়ের প্রেমে পড়তে হয়!!
যার দিকে তাকালে চোখও বলতো কথা
তার চোখে ছিলো এতটা যে মায়ায়
সে এক প্রাণ প্রিয় ভালোবাসা!!
বৃষ্টি হয়ে ভিজিয়ে দাও দুচোখের পাতা
শুধু আজ রয়ে গেছে কত শত নীরব ভাষায়
স্মৃতি হয়ে জড়িয়ে থাকো বুকের বাম পাশের ব্যথায়!!
সে এক কালো মেয়ের প্রেমের ছায়া
স্মৃতির চালনী দিয়ে আমার জীবনটা ঘেরা
আমাদের সম্পর্কে সেই মৃত্যুর কথা
আমার হৃদয়ে আজো রয়েছে লাশটা জমা!!
প্রেম জাগিলো মোর মনে
অন্তর মাঝে গোপন সুরে
প্রেমের নেশায় মাতিয়ে মোরে
তারপরে যেথায় খুশি সেথায় গেলে চলে!!
আমি কেনো পারি না তোমার মতো?
বেঁচে থাকার মধ্যে কেনো আমি মরা
আমি কেনো আগলে রাখি অতীতের ছবি আর কল্পনার মায়া
আমি কেনো এতো বোকা?