নানা পথে নানান দলে দলে
হেঁটে চলছি মৃত্যুর কোলে!!
অন্তরে প্রবেশ করে
গগনের অস্পষ্ট ছায়া ধরে!!
আমি সীমাহীন একা
মুখে নেই কোনো কথা,
আমার দীর্ঘ পথে চলা
জীবন সর্বক্ষণ মৃত্যুর পথে যাত্রা!!
চিরপুরাতন নতুন করে লেখা
আমি এখনো হারিয়ে যাইনি,
এই সেই পথ, এই সেই পথ
আমি এখনো ভুলে যাইনি!!
যেতে যেতে পথে বাঁধা আমার
একলা একলা যুদ্ধ করি
আর বোকার নিজের সাথে নিজে হেসে মরি
আহা এ কেমন চৈত্র মাসে খরা জীবন!!