তুমি এসেছিলে কাছে,
হাসিমুখে বুকের ভিতরে
গা-ছুঁয়ে ক্ষনিকের প্রহরে!!

খুব ভেবে চিন্তে পথ চলো,
পক্ষান্তরে ফিসফিস মায়া
চিরকাল পড়েনা যেনো আমার ছায়া!!

তথায় তোমার ঠিকানা
সফলতার গন্তব্যে পৌঁছাতে যতটা সময়
তারপর আমি তো অচেনা!!

আপনেরা হয় স্বার্থপর,
জড়িয়ে রাখে সমস্ত বেদনার ফণা
মিথ্যে প্রেমের লাঞ্ছনা!!