তুমি তো অভিমান করে আছো
আবার পালিয়ে বেড়াও সন্তর্পণে,
হয়তো আবার আসবে কাছে
দহনের দিনে, কিছু দুঃখ কিনে।
মদীয় একলা একা রজনী তারা
আমার সময় নিঃশব্দ নির্জন,
যেখানে ভালোবাসা সেখানে আকুলতা
ক্ষণিকের প্রেমে জ্বালা দ্বীপ দহন।
একটু আগে ঝড় বয়ে গেলো
নিঃশব্দে দু'চোখ পুড়ে খাক,
চিৎকার মতো ছিটেফোঁটা সুখ মম নেই
তবে আগুনে পুড়ুক আমার বুক, পুড়ে পুড়ুক।