বেশ তো আছি সুখে
এক জোড়া জ্বলজ্বল চোখে
জমিন থেকে আসমান সমান দুঃখে
বেশ তো আছি সুখে, দাঁড়িয়ে সমাজের মুখে, সমাজের দারিদ্র্য চিন্তা ভাবনায় অসহায় বাসা বেঁধেছেন আমার বুকে, সার্টিফিকেট ফেলে দিতে ইচ্ছে জাগে সমাজের দাগ লাগানো বুকে জমানোর দুঃখে!!
চাকরির কোটা ক্ষমতা নেই তো আমার হাতে
আছে শুধু মা বাবার আশীর্বাদটুকু সাথে!!
কয়েকটি সার্টিফিকেট জেনো জীবনের অভিশাপের একটি মস্ত বড়ো ধাপ
যুদ্ধের সময় ছোটো খোকা ছিলো আমার বাপ!!
আমার দুঃখের নাম চিৎকার
আমার সুখের নাম অনাহার!!
পরিবারের মানুষ বুঝে না আমার পেট ও চোখের ক্ষুধা
সাথে বলতে আছে শুধু ঐ উপরের বিধাতা!!
আমি কবিতা লিখতে আসিনি
আজকেও একটা ইন্টারভিউ দিয়ে এসেছি
নাটক ও সিনেমার মতো অভিনয় করেছে আমার সাথে
পরিশেষে ঐ কর্ম স্থানের উচ্চপদস্থ কর্মকর্তা আমার প্রশের উত্তর দিতে অক্ষম!!
যা দেখছেন, যা অনুভব করছেন
আমি শুধু তাই! আমার প্রয়োজন কোটা, নয়তো বা জীবন বৃথা!
প্রতিদিন কত মানুষের দ্বারেদ্বারে হাঁটি
আমি তো আছি বেশ সুখে নাকি দুঃখে, বলো দেখি চাকরিজীবী ছেলে মেয়ের অবিভাবকের দল!!