আমি হারি
হারতে হারতে
নিজেকে গড়ি
আমি হয় না পিছু
হার থেকে শিক্ষা নিয়ে
মাথা করি উঁচু
হেরে যদি থেমে যায় তবে
যারা হারায় তারা হবে খুশি
হার শিক্ষায়
শিক্ষিত হয়ে মারি তাদের মুখে ঘুষি
তাই আমি হার পুষি
যখনই আমার সফল হতে স্বাদ জাগে
আমি তখনি হারি
হারকে সঙ্গ করে সফলতার নদী দেয় পারি