চৈত্রের ঠাসা পড়া রোদে
বৃক্ষের হীনতলে বসে
স্রষ্টার শীতল বাতাসে
মনকে শীতল করার আবেশে
মেতে উঠি পরক্ষণেই
আর ভাবি এই বুঝি তুমি এলে
বুকের মধ্যে বসত করে
বিরহের অনল নিভাতে
অপেক্ষায় প্রহর গুনতে গুনতে
কষ্ট মূর্তি হয়ে দাঁড়িয়ে বলি
তুমি ফেরার রাস্তা গেছ ভুলে
তবে,ফিরবে কি করে?
মানুষ চলে যায়
রেখে যায় স্মৃতি
আর সেই স্মৃতি যে বহন করে
সেই বুঝে কি ভারশীল হয় স্মৃতি!!