আমি নিঃস্ব
আমি দুঃখী নয়
তবে, দুঃখী কারা?
দুঃখী তারা যারা সুখী।
একটা গাড়ি,একটা বাড়ি
আর কারি কারি টাকা
থাকলেই কি সুখ?
"না"কারি কারি টাকা যার
চেয়ে দেখ হিসাব মিলানোর
অসুখও তার।
তবে, সুখ কোথায়?
সুখ আছে সিজদায়
সুখ আছে ত্যাগের মহিমায়।