কে বলেছে,
তুমি কথা গোপন রাখতে পারনা
এইযে,আমাকে ভালবেসে দিনের পর দিন নিজেকে হারিয়ে খুঁজছ,অনন্ত অনলে নিজেকে পুড়ছ তবুও তো বলছ না
"ভালবাসি"
কে বলেছে,
তুমি ফুল চিনো
এইযে,রাস্তাঘাটে কতশত ফুল দেখেও একটি ফুল দিয়ে বলছ না
"ভালবাসি"
কে বলেছে,
তুমি ভুল কর
এইযে,আমাকে ভুল করেও একটি বারও বলছ না
"ভালবাসি"
কে বলেছে,
তুমি রৌদ্র বুঝ
এইযে,এই তীব্র রৌদ্রে ছাতা হয়ে বলছ না
"ভালবাসি"