তুমি চলে গেলে
রেখে গেলে দুঃখ
নিয়ে গেলে ভালো থাকা,
ভালবাসা।
আমি হন্যে হয়ে
খুঁজি ভালবাসা
যেন কোথাও নেই!!
নিজেকে ভালবাসতে ভুলে গেছি
ভালবাসতে ভুলিনি শুধু তোমায়
প্রতিক্ষণে তোমাকে ভালবেসে
ভালবাসা পেতে যায়
তুমিই তো নেই
ভালবাসা দিবে কে?
ভালবাসার অভাব পুষতে পুষতে
হারিয়ে গেছে ভাল থাকা
এখন আমাকে দ্বারা
ভালো থাকা যায় না
কেবল দুঃখকে অনুভব করা যায়।