তুমি আছো দূরে কোথাও
সেখান থেকেই আমাকে পোড়াও
হঠাৎ কোনোদিন আমিও চলে যাব।
তোমাকেও বিরহের অনলে পোড়াব
মনে রেখো আমিও পাথর হব।

তোমায় ভালবাসি বলে,দেখালে তোমার অভাব
ছেড়ে যাওয়াই বুঝি তোমার স্বভাব
হঠাৎ কোনোদিন আমিও হারিয়ে যাব।
তোমাকেও অভাবের তাড়নায় ভোগাব
মনে রেখো আমিও পাথর হব।

তোমায় ভালবেসে করেছি কি ভুল?
আজীবন দিতে হবে সে ভুলের মাশুল
হঠাৎ কোনোদিন আমিও ফুল হব।
তোমাকেও আমাকে না ভালবাসার ভুলে ডুবাব
মনে রেখো আমিও পাথর হব।