তারপর, আমি তোমার থেকে দূরে সরে এলাম
প্রতিনিয়তই তোমাকে ভুলার চেষ্টা করলাম।
তবে, ভুলতে আর পারলাম কই?

আমি যে চেষ্টা করিনি এমন না
একটা মানুষ সফলতা পাওয়ার জন্য যে চূড়ান্ত চেষ্টাটুকু করে তা আমিও করেছি।
তবে, বারংবার ব্যর্থ হয়েছি!!

আমি জানি মানুষকে ভুলার মহা কার্যকারী ঔষধি গুণ আছে তোমার মাঝে
এজন্যই তো আমাকে ভুলে যেতে তোমার মনে এক চিমটি অনুশোচনা হয়নি।

আচ্ছা.. তোমার সেই ঔষধি গুণ আমার কাছে একটু পাঠানো যায়?
আমিও ভুলে যেতে চাই। তোমাকে তো ভুলতে পারলামই না এখন ভুলে যেতে চাই অতীতসব স্মৃতি ‌।

এখন তুমি বলতে পার তবে,কি তুমি আমার অতীত?
'না'!! তুমি আমার প্রতিক্ষণে,প্রতিটিঅঙ্গে গেঁথে থাকা এক অদৃশ্য অসুখ।