🍁
       পাখিদের শব্দ
   কানে আজ আসে না।
   পৃথিবীর মায়াবী রূপ,
  চোখে আজ পড়ে না।
    নতুন কোনো স্বপ্ন,
   আজ ভীড়  করে না ।
    করবে কি চিন্তাতে,
     ঘুমটাই আসে না!
   সংগীতের কোনো সুর,
   আজ ভালো লাগেনা।
    বিষন্নতায় ঘেরা মন,
    গান সে যে বাঁধেনা।
চাওয়া-পাওয়ার নেই কিছু
    -আজ শুধু যাতনা।
   এই আছি বেশ ভালো,
      বিষাদের ভাবনা।
     শব্দের পাহাড় আছে,
       নেই শুধু  কামনা।
    জীবনের এই কাব্য যে,
       শব্দেতে সাজেনা।