🌾🌾🌾🌾অপ্রাপ্তির আনন্দ 🌾🌾🌾🌾
বর্ষন নেই , আজ কতদিন হইলো,
হৃদয়ের সত্তা জুড়িয়া শুধুই বিষাদের মেঘ।
চাতকের নয়ন দুখানি আটকাইয়া রহিয়াছে,
সেই খড়ামাখা নিলিমার মাঝে।
তবে কি অখিলের বুকে আজও
কোনো কাব্য রচনা হইলো না??
তবে কি চাতকের গঙ্গাপ্রাপ্ত আত্মাত্যাগ বৃথা হইলো?
তবে কি গোলাপের বিভূষণ আজ বিলুপ্ত??
জানি তা হইবার নহে।।
আজও আমি রাতের শশাঙ্কের দিকে তাকাইলে,
তোমারই ধৃষ্টতা মোর সম্মুখে আসিয়া
কৈফিয়ত দাবি করিতে থাকে।
তখন,
তখন শুধু কল্মষ রূপে তোমারই পানে চাহিয়া রই।।
তোমারে রোষ করিতে পারি না আমি।।
হইলাম নহে কুলষিত তোমারই কাছে,
তবুও তো মোর অক্ষিকোটরে তোমারই
মালা বাঁজে।
................................................(A.I.O)