ভালোবাসা হলো ক্ষণিকের মোহ আর আসক্তির সংমিশ্রণ। যা অন্য শরীরের স্পর্শ ও গন্ধে সেই শরীরের মোহ আর আসক্তিতে রূপান্তরিত হয়।
আর এ মোহ-জগতের নিয়মটাও বড়ই অদ্ভুত,
এখানে স্থায়ী বলে কিছু নেই, সবই ক্ষনস্থায়ী।
ঠিক যেন শীতের অস্বচ্ছ কুয়াশার মতো,
সূর্য উদয় হওয়ার আগে, কিছু সময় থাকলেও,
সূর্য উঠার পরে ঠিকই পালিয়ে যায়।