টাকা মোরে দিয়েছে সব,
টাকা মোর কেড়েছে খোয়াব।
টাকা দিয়েছে রত্ন,
টাকা নিয়েছে তাজা রক্ত।
টাকা দিয়ে গড়বে দেহ,
তাই টাকা ছাড়ে না কেহ।
টাকা দিয়ে কিনেছে মন,
এই মনে ফোটে না প্রেমের রতন।
টাকা দিয়ে গড়েছে বাড়ি,
এই বাড়ি যায় না গরিব পথচারী।
টাকা দিয়ে গড়েছে জীবন,
টাকা কি পারে সাজাতে ভুবন!!
টাকা এনেছে ধনী,
টাকা দিয়েছে ধর্মের বাহাদুরী।
টাকা দিয়ে হয় সবকিছু,
তাই সবাই ছোটে,
টাকার পিছু পিছু।
............................................. (A.I.O)