সুসময়ের বন্ধু তুমি, দুঃসময়ে নাই।
এমন মানুষ ভবের মাঝে, অঢেল আছে ভাই।
নিজের ঘরের বাতি দিয়ে অন্যের ঘর ছাই,
প্রতিশোধের নেশায় তুমি, করলে একি হয়!!!

হাবিবটাকে ভাবলে আপন, হরিটা  যে নাই,
রাত পোহালে দুটোই তোমার, ঘরের ছেলে ভাই।
জবা গাছটি ছাটলে তুমি, গোলাপ ফুলের আশায়,,
বাগানটারে সাজাত হলে, দুটোই তোমার চাই।

বিকেলবেলা মালেক চাচা চায়ের দোকান দেয়।
পুরোত সাহেব পুজো সেরে চা টি  নিয়ে খায়।
ফজরের এই আযান শেষে প্রভাত ফিরে চায়।
গোয়াল কাকা ঘটি হাতে দহন কাজে যায়।

মারলে কাকে, ধরলে কাকে, করলে ক্ষতি কার।
প্রতিবেশি সে যে তোমার, অতি আপনার।
প্রতিহিংসার জ্বালাও-পোড়াও বন্ধ  করো ভাই,
হাতে হাত রেখে এবার সমাজটা সাজায়।