আমি চির দিগন্ত,
চির প্রফুল্ল,,
আমি সীমাহীন সমুদ্র
চিত্তে চির প্রানবন্ত।
আমি প্রভাতের সূর্য,
চির সজীব ভোলা ক্লান্ত।
আমি অখিলের চন্দ্র
চির আলোকিত অতি মুক্ত।
আমি চির হাসিখুশি
অতি দুর্লভ ,
আমি সীমাহীন কষ্টের
শোকালাপ।
আমি দুপুরের
কাঠফাটা সূর্য,
আমি ভোরের ঘাসে
ফোটা মুক্তো।
আমি সাহারাতে বেড়ে ওঠা বৃক্ষ,
চিরো পিপাসাতে পরিতৃপ্ত।
আমি ক্ষুর ধারা স্রোত
অতি ক্ষিপ্ত।
আমি সবাতে খুঁজি
বন্ধুত্ব।
আমি চির ভাবনাহীন
অসমাপ্ত,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,.............................(A.I.O.)