যদি কইতাম তারে, হইতাম পর।
সবই হইতো ভেঙে ঝঞ্ঝার।
না কহিলে যদি ভালো থাকা যায়,
সে ভালোই  তব সিদ্ধি আমার।

তব পারি না আমি লুকাইতে তাহারে,
হৃদয় কুটিরে , কাকুতির বিলাপে
ক্রন্দন ধারায় বৈশাখের বজ্র,
বাজিয়া উঠিলো, উঠিলো ঝনকার,
বিষন্নতার পুষ্পে মোর পারাপার।

চিত্তের পুড়ান পূন্যতা মোর,
কহিবো না তবুও তাহারে।

.................................A.I.O