নিজেকে এখন হারিয়ে ফেলতে ইচ্ছে করে।
ইচ্ছে করে এই বন্ধী জীবনের বেড়াজাল থেকে মুক্তি নিয়ে,চলে যাই বহুদূরে।
মুক্ত পাখির ন্যায় বাঁচি,
বাঁচার মতো বাঁচি,
খাচাতে নয়, খুলে দুয়ার পাটি।
জ্ঞান আহরনের মাধ্যমটাকে পালটে দিয়ে,
জ্ঞানের পথে হাটি।
সবই হবে পরিপাটি,
ইচ্ছে হলে খাঁটি।
মরলে পরে হতেই হবে
মাত্র একটু খানি মাটি।