সম্পর্ক প্রকৃত অর্থে গভীর হতে শুরু করে, দোষত্রুটি মেনে নেয়া থেকে। সৌন্দর্য বা কোনও বৈশিষ্ট্যের কারণে সৃষ্ট মুগ্ধতা থেকে নয়,সেটা হোক বন্ধুত্ব বা অন্য- যেকোনো সম্পর্ক।
তবে দোষত্রুটি মেনে নেওয়া যেতেই পারে,, কিন্তু বেইমানি কখনও ক্ষমা যোগ্য নয়।
হয় তো বা আপনার সহানুভূতি তার মধ্যে আরো স্বার্থপরতার জন্ম দিবে।
ইতিহাস স্বাক্ষী, নবাব সিরাজুদ্দৌলা যদি বার বার মীরজাফরের ছোট ছোট বেঈমানী গুলো ক্ষমা না করে শাস্তির আওতায় নিয়ে আসতো,, তাহলে সে এত বড় বেঈমানী করা সুযোগটাই পেত না।।
তাই আপনার মূল্যবান সহানুভূতিটুকু তাকে দিন,
যার আপনার সহানুভূতি সবচেয়ে বেশি দরকার।
কোনো বেঈমানের জন্য তা নষ্ট করবেন না।