অথৈ নদীর জল,ছোট্ট ডিঙ্গি ঢেউয়ে টলমল।
নৌকো কোনে বসে, মেহেদী হাতে,
আলতা পায়ে, নুপুর তাতে বাজে।
এক রূপসী নারী, নাইওরে ছিলো ফিরছে বাড়ি।
বলে কথা বেজাই তেরি।
পটুয়া আমি তাকে কি ছাড়ি!
ঘোমটা মাথায় হলুদ শাড়ি, জলের মাঝে লাগছে ভারি।
পটুয়ার তো বড়ই আড়ি, আকঁবো ছবি না দেয় ঝাড়ি।
জামাই ছিলো সঙ্গে তারই, ধরলো আমায় দিলো বারি।
পটুয়ার ঐ সঙ্গ ছাড়ি
এখন আমি কীর্তন করি।