স্বপ্নে বিভোর স্বপ্নচারী
সেই ক্লান্ত পথের পথিক আমি
দিনভর মধ্য রাতেও স্বপ্নে অগোচর
নিস্তব্ধ রাতে শূন্য মনে করি হাহাকার।।
শীতের আঁধারে বসে এক কোনে
কত না কিছু ভাবি
জন্ম আমার বৃথা নয়তো?
মানব জীবনে আবার ফিরে আসি।
স্বপ্ন দেখি চার দেয়ালের মাঝে
হঠাৎ শুনি ক্ষুদ্র প্রয়াস
বাকি জীবন টাই মিছে।
জীবন তো এক করিডোরে বাধা
মিছে মায়ার জাল বুনেছি
হঠাৎ কিছু পাওয়া।
রঙ্গিন স্বপ্নে মত্ত আমি
উচ্ছ্বাসে ভাসাই কল্প ছায়া
নির্ঘুম রাতে জেগে আছি
বিলাসী অনুভবে একা।
রাত তো গেল দিন যে এল
বাকি টা প্রহর গুনি
আমি স্বপ্ন দেখি স্বপ্ন বিলাসী
বাকি টা জীবনে যেন মানবের জন্য বাঁচি।।