আঁখি জলে ভাসে প্রেম বহিয়াছে অঙ্গ ধরি
বিজনে বসে রহিয়াছে পড়ে তবু নাহি সুখ ছাড়ি।
ছুটে চলিয়া ধূলো মাখিয়া করিয়াছে হৃদয় ভারী
নয়নে নয়নে মিলিবে পরশ সে কি! প্রেমের ক্ষুধা
লুকায়ে ভাবিয়াছে মনে কি আজব প্রেমের সুধা।

যে প্রেমে স্বর্গ সুধায় সে প্রেমে হৃদয় জুড়ায়
ভালোবাসার ভুবন তটে নীহারিকা কল্প ধারায়
লেপ্‌টে থাকা কুঁচকে কপাল যৌবন ভরা সুখ
কেশের খোঁপায় খুঁজে পেলাম জীবন ভরা অসুখ।

প্রেমের টানে বাহির হয়ে নিশীথ রাতে  গায়
সুখের কড়ি বিনে পয়সায় এবার বুঝি যায়।
মিলবে রাতে আকাশ পানে লক্ষ্য তারার ভীরে
প্রেমের ডোরে বাঁধল বাসা মায়ার জাদু করে।

প্রেমের টানে ঘর ছেড়ে সব বাইরে এসে কয়
উদাস মনে কাব্য মায়ায় লিখছে তারি জয়।
প্রেমের টানে ছুটে আসে ধরে তারি হাত
বুকটা এতো ধরফড় করে সে কি! হঠাৎ।

আত্মতুষ্টি সুখে ছায়া ভালোবাসার ছাঁদ
দেশ হতে দেশান্তরী প্রেমের টানে ফাঁদ।
এলোকেশী মন ভুলানো রূপে গুণে পরী
তাহার প্রেমে আত্মভোলা মন'টা নষ্ট করি।

তবু নাহি পিছু ছাড়ে প্রেমের টানে ছুটে চলে
ভালোবাসার বিশালত্বে ছুটছে তবে মায়ার ছলে।
নিরুদ্দেশে  ঔ অচিনপুরে মিলবে তারি দেখা
আশায় আশায় বুক বেঁধেছে প্রেমের তরী খেয়া।