যদি আর ফিরে না আসি
তবে বুঝে নিও আমি ফেঁসে গেছি
যেখানে মৃত্যুর মিছিল চলে, যুদ্ধের ডাক এসে
নিয়তির খেলা ঝরে অকালে।
আমি যুদ্ধে যাচ্ছি ;
যে যুদ্ধ মানুষের বিরুদ্ধে মানুষের নয়, শত্রুর বিরুদ্ধে বোমা বারুদ ও অস্ত্রের না কোনো প্রহার;
এ যুদ্ধ কেবল জীবাণুর বিরুদ্ধে মানুষের যুদ্ধ
বন্দী থাকা এক লড়াকু সৈনিকের।
মানুষ আজ বড় অসহায়, ক্লান্ত
বন্দী জেল খানায় থেকে প্রহর গুনছে
নেই কোনো খাদ্য, নেই কোনো চিকিৎসা
নেই ভালোভাবে বাঁচবার নিশ্চয়তা।
চারদিকে শুধু হাহাকার শব্দ
বেঁচে ফিরিবার জন্য একটিবার তার আকুতি
বিধাতা করো হে তার জব্দ।
যদি বেঁচে ফিরি তবে বুঝে নিও
মানবতার কাছে জয়ী হয়ে
প্রভুর দানে অবশিষ্ট থেকে
বিশ্ব কে আজ করবো জয়।
আর যদি না ফিরে আসি; যদি মরে যাই
মৃত্যু যদি আমাকে গ্রাস করে
তবে বুঝে নিও -
মানবতায় জীবন বিসর্জন হলো এ না হয় মোর দান
ধরণীর বুকে যদি হয় মোর বিশ্ব এ সম্মান।
আবার শুনেছি -
ভয়ে যাচ্ছে নাকো কারো কাছে কেহ
জীবনটা বুঝি যায় তাহার মরণ টা যে শ্রেয়।
যেথায় আবার মাতা পিতা কে ছেড়ে পালিয়ে যায় কেহ
সেথায় মানব বোধ আজ পঙ্গু হয়ে
বিবেক বোধে শুন্য তাদের মনুষ্য দেহ।
মৃত্যুর পরে লাশটা যেন সযত্নে বাড়ি ফিরে
প্রিয়জনেরা দেখতে পেয়ে যেন গর্বের কান্না করে।
আসবে তো আমার মৃত্যুতে?
নাকি ভয়ে আবার সে ইচ্ছে টুকু বিলুপ্ত প্রায়
বিষণ্ণ এ দীর্ঘ কালো ছায়ায়।
যদি ফিরে না আসি তবে
ভয় কে তুচ্ছ করে মনুষ্যত্ব কে জাগিয়ে তুলে
সমগ্র বিশ্ব কে মানবতার অনুকূলে জয়ী করে
পাপ মোচন করো সমস্ত সংঘাত ভুলে।