চৈত্র মাসে প্রখর রোদে তপ্ত হাওয়া বইছে দেশে
ঘর ছেড়ে সব বাইরে এসে উদাস মনে রইছে শেষে।
নদী নালা শুকায় তবে মাটির গন্ধ লইতে নাকে,
বৃষ্টির জল নাইরে যখন অশ্রুজল ই বইছে বাঁকে।
গাছের পাতা ঝড়ে পড়ে নতুন রূপে সাজতে
জল পিপাসায় দেহ শুকায় মরণ ছেড়ে বাঁচতে।
পশুপাখি কেঁদে মরে শুষ্ক সিক্ত নোনা জলে,
হিজল গাছে বানর কাঁদে কোনো এক মরা ডালে।
মাঠে ঘাটে ফসল ভরা হলুদ রাঙ্গা ধানের থোড়া
কৃষকেরা বাপ-বেটা রা আনন্দে গানে মাতোয়ারা।
স্বপ্ন যখন বাঁচার আশা কষ্ট তখন ভুলে ভরা,
দূরের দেশে আশার আলো তৃষ্ণা মাখা জলে গড়া।
দেখতে দেখতে ফুরিয়ে গেল চৈত্র মাসের শেষ
পায়ে পায়ে উড়ছে ধুলো মাখছে সারা দেশ।
পাখি যখন পালক ছেড়ে ডানা ঝাঁটাচ্ছে,
চৈত্র সংক্রান্তি শেষ ঠিকানা বিদায় জানাচ্ছে।।