স্বাধীনতায় শেষ কথা
শোন শোন, নবীন সেনা, গাহি নতুন গান।
স্বাধীনতায় শেষ কথা, এই বলি, কি তব কভু দিয়েছো প্রাণ?
হে নবীন সেনা, শোননি কি তব সাম্যের গান?
প্রতিবাদী কন্ঠস্বরের আওয়াজ তুলে, বলোনি হেথায় দিতে রাজি এ-প্রাণ।
আবার যদি সময় আসে স্বাধীনতা হারাবার,
আবার যদি শোনা যায় ফ্যাসিবাদী কণ্ঠস্বর,
নাহি ভাবি, পারিবে কি তব তাহা দমাবার?
আবার যদি আঘাত আসে, আবার যদি অশুর হাসে,
রখিতে সে আঘাত, মাড়াতে সে হাসি,
বর্জকন্ঠে বলিবেনা, "এদেশ আমার, দেশকে আমি ভালোবাসি।"
পায়ে তোমার লোহার বেরি, অন্ধ কুঠরে তালা,
তাই বলে কি চুপ থাকিবে? নীরবে বোম ফাটাবে? মানবে তাদের খেলা?
যুদ্ধ তোমায় করতেই হবে, রুখতে নাহি কেউ পারিবে।
স্বাধীনতায় শেষ কথা বলি, এটাই তোমার পণ।
দশে বিশে বিভেদ ভুলি, হে নবীন সেনা, হও তুমি আগুয়ান।
সমাপ্ত।