কুয়াশার ঘনঘটা কাটিয়ে ধরণীর বুকে
এসেছে বসন্ত; একটি ফাগুনকে সাথে লয়ে
বরণ করিবে দখিনা হাওয়া,
পলাশ আর শিমুলের লালে লালে।
সাজসাজ রব চারিদিকে আজ!
কোকিলের কুহুতান, উৎসবে মেতেছে প্রকৃতি;
আম্রমুকুলের গন্ধে মাতাল সমীরণ।
হুতুম পেঁচা নাচ ধরেছে, ডাহুক বাজায় ঢোল,
শালিক শোনায় শখের ভাটিয়ালি!
গাইবে কারা পল্লীগীতি? তাই নিয়ে
পক্ষীকূলে পড়েছে শোরগোল।
মৌমাছির গুঞ্জরণে আনন্দের ছোঁয়া লেগেছে,
রক্ত কাঞ্চন বনে। থেকে থেকেই
শাখা-পল্লবে বইছে প্রশান্তির দমকা হাওয়া-
দীর্ঘ দশ মাসের অপেক্ষার পর
এসেছে বসন্ত; আবার নতুন করে পাওয়া!
শুকনো পাতার মর্মর শব্দ তোলে বীণা যন্ত্রের সুর
প্রজাপতির দল আজ অনেক খুশি
ঘুরছে তারা দূর হতে বহুদূর।
কেবা আপন, কেবা পর? কারোর মনে নেই
কোনো ভয়;
এক সূতোয় বেধেছে বসন্ত, তাইতো হয়েছে হিংসার পরাজয়।