আজ আমি ছন্দের খেলায় মাতি না,
প্রশংসার ফুলঝুরি ছিটাই না,
কবিতার অক্ষরে জড়াই না ব্যথা-
শুধু এক বিদ্রোহের যন্ত্রণা গাথা।
চুপ করো বলো? চাপা দেবে কোন্ সুরে?
বাঁধা মানিনি, বাঁধি না কোনো চুরে,
বলবই তো – রক্তের নদী থামাও,
গাজার বুকে মৃত্যুর থাবা দামাও।
আর নয় লাশের পিঁজরা, রক্তের খেলা,
অন্ধকারে ডুবে যাওয়া মানবতাবেলা।
ওই যে মৃত্যুর মিছিল সাগরপারে,
তুমি যদি নীরব, আমাকেও টানো তারে।
মুসলিম-মানবের তর্কে সময় নাই,
শোনো এই আর্তনাদ: **"গাজা বাঁচাও!"**
নতুবা আগুনের পাতাল থেকে ডাকে মৃতরা –
"ইতিহাসের কক্ষপথে লিখো আমাদের জয়গাথা,
গাজা বাঁচাও... গাজা বাঁচাও..."