নিস্তব্ধ গভীরে ঢুকে গেছে কোলাহল,
মরুভূমির বুকে আজ শুধু সমাধির বল্।
জীবনের দাম এখানে ধুলোর চেয়ে সস্তা,
মৃত্যু ছন্দ কেটে যায়—রক্তে লেখা ইস্তাহার।
ছায়াচোর পশুর দল এসেছিল ঘিরে,
কাঁধে নিয়ে কবরের ঠোঁট, হত্যার তীরে তীরে।
হাজার প্রাণের শেষ শ্বাস জমেছে মাটিতে,
ফোটেনি কোনো ফুল, নিভে গেছে প্রদীপ রাতিতে।
কোনো মায়ের কোল ফাঁকা—চোখে জল বাকি,
শোকের ভাষা হারালো সব আকাশের চাঁদ-তারা।
হঠাৎ মিছিলে মৃত্যু ডাক নামিয়ে এনেছে,
মাটির কোলে ঢলে পড়া লাশের স্তূপ গেনেছে।
লাল হয়ে উঠেছে কালো আকাশের চোখ,
বারুদের গন্ধে ভারী বাতাসের শ্বাস-ফুঁক।
জমাট রক্তে পিচ্ছিল মাঠ, কর্দমাক্ত মাটি,
অনুতাপের নোনা বৃষ্টি—ধুয়ে যায় কি রক্তপাত?