তোমার অবহেলা আর অবজ্ঞার আগুনে  
পুড়তে পুড়তে মৃতপ্রায়—  
অনুভূতির সুখকর যেটুকু স্মৃতি ছিল,  
তাও পড়ে আছে উপেক্ষার ধ্বংসস্তূপে।  
আত্মচিৎকার আর হাহাকারের ধ্বনি  
প্রতিধ্বনিতে মুখরিত শূন্য হৃদয়;  
এত কিছুর পরও নির্লজ্জ আত্মা  
শুধু একবার তোমাকে দেখার অপেক্ষায়...  
তাইতো নিরুপায় বিবেকে উচ্চারিত হয়:  
"আরেকবার, শুধু আরেকবার!"  

দেখা হোক আমাদের কোনো অচেনা পরিবেশে—  
ফাগুন নয়, চৈত্রের শেষে।  
চারদিক এত ফুলে ফুলে সাজানো থাকবে না,  
শোনা যাবে না কোকিলকণ্ঠের ভালোবাসার গান।  
শুকনো পাতার মর্মর শব্দে  
বেজে উঠবে বেদনার সুর;  
আনন্দ নয়, দুঃসহ ব্যথা-বেদনা,  
আর খানিকটা চাপা আক্ষেপ নিয়েই  
বিদায় জানাবে কবিরা বসন্তকে।  

বাতাসে ভেসে বেড়াবে পেয়ে-হারানোর  
সেই নিদারুণ, নিষ্ঠুর যন্ত্রণা।  
বসন্তের এভাবে হঠাৎ চলে যাওয়াতে  
নিরুপায় কবিতার লাইনগুলো চেয়ে রবে  
শুধু নির্বাক চোখে—  
প্রিয়জন-হারানোর কষ্ট অনুভূত হবে  
প্রতিটি হৃদয়ে।  

দেখা হোক... দেখা হোক আরেকবার  
আমাদের এমন কোনো দিনে...