আকৃতিতে মানুষ হলেই মানুষ সবে নয়,  
বিবেক আছে যার, সেই তো মানুষ
ধীমান লোকে মানুষ তারে কয়।
মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ তো কেউ নয়,  
মনুষ্যত্বের গুণাবলি সকল অর্জন করে,  
তবেই মানুষ হতে হয়।