দুঃখের দুয়ারে মোর দিলেম তালা মারি,
তাই বুঝি অন্যায় মোর সাথী হলো আজ!
একটু সুখের ও লাগি। সুখ খুঁজি
সুখ হলো মোর এ কোন অসুখ?
সুখ খুঁজি, খুঁজি করিলেম মোর জীবনের ছয়টি বছর পার—
অন্ধ চোখে কোথাও পাইলুম নে ভালো
লোকে, প্রগলভে মোর খারাপের সাথে বাস।
মিছে কথার ঝঙ্কারে কর্ণ কেটেছে ফণী—
কর্ণ যুগল হলো মোর বধির সবে,
তাইতো শুনিনে কোন ন্যায়ের ঐশী বাণী!
এতিমের মাল ভক্ষণ করিলেম গিয়ে,
হালাল-হারাম ভুলি... সুখ খুঁজি মুই
সুখের খুঁজি! আপন আত্মাকে দিলেম মোর
বিপদের দিকে ঠেলি।
কামের বলেন মিছে:
"সুখ খোঁজনা এহেন বসুধায়!"
সুখের সন্ধান পেতে চাইলে ভোগ করে নয়,
পড় ত্যাগের মহিমায়।
আপন আত্মাকে
শুদ্ধি করি, থাক তুমি ন্যায় আর সত্যের রশি ধরি।
পরের লাগি হাসতে শেখো, কাঁদো তাদের লাগি—
তবেই মিলবে তোমার সুখের দেখা,
কভু সুখ দিবে না ফাঁকি।
সত্যের মাঝে এত সুখ!
হায়, জানিতে পারিলেম আজি
তেঁই! সত্যি বলিবো বিনা দ্বিধায়—যদিও ধরিতে হয়
মোর জীবন খানি বাজি।
ভুল দুয়ারে সুখ খুঁজিবে না,
এতটুক করো তুমি পণ: সত্যের পথে চাইবে তুমি সুখ খুঁজিতে! এটা মোর শেষ আহভান।